স্বদেশ ডেস্ক:
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সোয়া দুই লাখ মানুষ। আর মারা গেছে প্রায় চার শ’ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ৯৮২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৯৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৯৭ জন। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ পাঁচ হাজার ৬৯১ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৪০৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৮১২ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৮ হাজার ২৩৫ জন।
প্রতিবেশী দেশ ভারতে মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৬১ হাজার ২২১ জন। একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার পাঁচ শ’ জনে।
এরপরেই ইউরোপের দেশ ফ্রান্স। আক্রান্ত তালিকায় মোট শনাক্ত তিন কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ৯০৪ জন। মোট মৃত্যুবরণ করেছে এক লাখ ৫৭ হাজার ২৭৭ জন।
তালিকা অনুযায়ী এরপরেই অবস্থান জার্মানির। সেখানে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত মোট মারা গেছে এক লাখ ৫৪ হাজার ৫৩৫ জন।
আক্রান্তে পঞ্চম দেশ হিসেবে ব্রাজিলে তিন কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮৭১ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৪২৫ জনের।