শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

রাহুল-সূর্যের ঝড়ে ভারতের সংগ্রহ ১৮৪

রাহুল-সূর্যের ঝড়ে ভারতের সংগ্রহ ১৮৪

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত। যেখানে প্রথমে ব্যাট করা ভারত লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে।

আজ রোববার মেলবোর্নে গ্রুপ টুয়ের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ দিনের শুরুতে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। ফলে এ ম্যাচটি কেবল নিয়মরক্ষারই হয়ে থাকবে।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করেন ব্লেসিং মুজারবানির বলে আউট হন। তবে হাফসেঞ্চুরি করে তবেই মাঠ ছাড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫১ করে সিকান্দার রাজার শিকার হন।

বিরাট কোহলি ২৬ রান করে শন উইলিয়ামসের বলে মাঠ ছাড়েন। মাঝে দীনেশ কার্তিকের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পাওয়া ঋশভ পন্থ সুবিধে করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে উইলিয়ামসের দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব ঝড় তোলেন। ২৩ বলে হাফসেঞ্চুরি করে নেন। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া করেন ১৮ রান।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান শন উইলিয়ামস।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877