রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

ডলার নয়, দেশে টাকার সংকট আছে: পরিকল্পনামন্ত্রী

ডলার নয়, দেশে টাকার সংকট আছে: পরিকল্পনামন্ত্রী

স্বদেশ ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে। এর মূল কারণ হচ্ছে দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে। আরও কমবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না। অহেতুক গলাবাজি না করে কাজ করতে হবে। কাজ আর উৎপাদনের বিকল্প নেই। আমরা কাজে বিশ্বাসী।’

আজ রোববার সকালে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়। মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে ঋণের ক্ষেত্রে, অপচয়ের ক্ষেত্রেও।’
মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে ৷ আমি বিশ্বাস করি দেশের মানুষ উন্নয়নের সঙ্গে, সরকারের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877