শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা আলিয়াকে নিয়ে হাসপাতালে রণবীর

অন্তঃসত্ত্বা আলিয়াকে নিয়ে হাসপাতালে রণবীর

বিনোদন ডেস্ক:

বলিউডের কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার জন্যই চলছিল প্রস্তুতি। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে আলিয়াকে নিয়ে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যান তার স্বামী রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সন্তান আগমনের অপেক্ষায় দিন কাটছিল তারকা দম্পতি আলিয়া-রণবীরের। আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে। চিকিৎসকদের ধারণা, আজ সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া।

জানা যায়, সি-সেকশন নয়, নরমাল ডেলিভারি চান আলিয়া। এজন্য নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা করেছেন তিনি।
গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877