স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকার চিটাগাং ফিড মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত উমরাজ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদের মৃত হরমুজ মিয়ার ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘রোববার সকালে মহাসড়কের কমলদহ এলাকায় চট্টগ্রামগামী পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক উমরাজ মিয়া মারা যান। এ সময় বাসের ১০ যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’