কক্সবাজারের টেকনাফে বন্ধুর ছুরির আঘাতে মো. করিম (৩০) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
করিম বরইতলী এলাকার সাবের আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, বরইতলী এলাকার নুর মোহাম্মদ ও করিম দীর্ঘদিনের বন্ধু ছিল। পাওনা টাকার জেরে তাদের মধ্য কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হঠাৎ করে নূর মোহাম্মদ ধারালো একটি ছুরি দিয়ে করিমকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত খুনিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান চলছে।’