স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইডে খলিল বিরিয়ানি হাউস উদ্বোধন হচ্ছে ১৯ অক্টোবর। ব্রঙ্কসে এর আগে খলিল বিরিয়ানি হাউস এবং খলিল ফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেন শেফ খলিলুর রহমান। খলিল বিরিয়ানি হাউসের বিভিন্ন খাবারের সুনাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। ব্রঙ্কসে এর রয়েছে খলিল চায়নিজ ফুড, খলিল পার্টি হল, খলিল গ্রোসারি শপসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে খলিল বিরিয়ানির কদর বাড়ছে। আর খলিল বিরিয়ানির কর্ণধার মো. খলিলুর রহমান নিজেও তার রান্না করা খাবার, চায়নিজ খাবারসহ বিরিয়ানি হাউসের সব খাবারের প্রসার ঘটাচ্ছেন বিভিন্নভাবে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে এবং বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে খাবারের জনপ্রিয়তা আরো বাড়াতে তিনি বিরিয়ানি হাউসের প্রসার ঘটাচ্ছেন। এরই অংশ হিসেবে ব্রঙ্কসের পর এখন জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউস করছেন। জ্যামাইকার ১৬৭ স্ট্রিট, হিলসাইড অ্যাভিনিউতে খলিল বিরিয়ানির যাত্রা শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজন চলছে উদ্বোধনের। অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।খলিল তার বিরিয়ানি হাউসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। উদ্বোধনের দিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান হবে।