স্বদেশ ডেস্ক ॥ ২৫ আগস্ট রোববার নিউ ইয়র্কের জ্যামাইকায় (তাজমহল পার্টি হলে) প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে শিল্প-সাহিত্যের সংগঠন ঊনবাঙাল। ঊনবাঙালের প্রেসিডেন্ট মুক্তি জহির জানান, আমরা এই অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত না রেখে দর্শনীর বিনিময়ে দর্শকদের উপভোগের ব্যবস্থা করেছি। নিউ ইয়র্কের মতো জায়গায় আমরা মনে করি শিল্প-সাহিত্যের কাজগুলো পেশাদারিত্বের সাথে হওয়া দরকার। বর্ষবরণ বা জাতীয় দিবসগুলোতে সকলের জন্য উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে কিন্তু বিশেষ অনুষ্ঠানগুলো, যেখানে এক্সক্লুসিভ পারফর্মেন্স থাকে, সেগুলো সকলের জন্য উন্মুক্ত হলে পেশাদারিত্ব তৈরী হবে না। উন্মুক্ত অনুষ্ঠান খুব বেশি হলে টিকেট কিনে অনুষ্ঠান দেখার দর্শক গড়ে উঠবে না। এতে করে আয়োজকদের জন্য কাজটি ক্রমশ কঠিন হয়ে যাবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে শিল্প-সাহিত্যের বিকাশে। আমরা মাঝে মাঝেই একক সঙ্গীত এবং একক কবিতা সন্ধ্যার আয়োজন করবো এবং তা অবশ্যই দর্শনীর বিনিময়ে। আমাদের আহবান থাকবে অন্যান্য সংগঠনের প্রতিও, প্রবেশমূল্য ছাড়া অনুষ্ঠান যতটা সম্ভব কম করুন। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাতটায়, চলবে নয়টা পর্যন্ত। দুই ঘণ্টা ধরে শিল্পী সৈয়দ আব্দুল হাদী তার গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করবেন এবং ফাকে ফাকে দর্শকদের সাথে কথা বলবেন এবং অনুরোধের গান করবেন। টিকিটের মূল্য ১০০, ৫০ এবং ৩০ ডলার। টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন ৫১৬-৪৫৫-৭৯৫৯ (জুবায়ের হোসেন) এই নাম্বারে। এ ছাড়া শো এর দিন মিলনায়তনের গেইটেও সীমিত সংখ্যক টিকিট পাওয়া যাবে। অনুষ্ঠান শেষে দর্শকদের জন্য নৈশভোজেরও ব্যবস্থা রাখা হয়েছে।