স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এম পির নেতৃৃত্বের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জাফর মিতা, তোফায়েল চৌধুরী, সবির লষ্কর, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এস এম ইকবাল, শাহজাহান সাজু, শক্তি গুপ্তা প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃৃত্বের প্রতি অকুন্ঠ সমর্থন জ্ঞাপন করে জাতীয় পার্টিতে লুকিয়ে থাকা কুচক্রীদের দল থেকে বহিষ্কারের জন্য চেয়ারম্যান জি এম কাদের এমপির কাছে জোর দাবী জানান।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ৬ নভেম্বর ২০২২ রবিবার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। সভাপতি আহবায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া ঐক্যবদ্বভাবে কাজ করে ৬ই নভেম্বরের সম্মেলনকে সফল করার জন্য সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান।