রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
বৃষ্টিতে শেষ বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা

বৃষ্টিতে শেষ বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা

স্বদেশ ডেস্ক:

এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা ক্ষীণ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে। তবে ভারতের বিপক্ষে থাইল্যান্ডের হারে ফের উজ্জ্বল হয় স্বপ্ন। কোনো হিসাবের দিকে চেয়ে না থেকে শুধু সংযুক্ত আরব আমিরাতকে হারালেই সরাসরি সেমিফাইনালে উঠে যেত নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো দূরে থাক টচ পর্যন্ত করা হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পয়েন্ট তালিকা ভাগাভাগি করে নেয়ায় বাংলাদেশের যাত্রা এখানেই শেষ হলো।

আর এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।

মঙ্গলবার (১১ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াত থাইল্যান্ডের সমান। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলতো বাংলাদেশই।

৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ। অথচ এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে আসর শুরু করেছিল থাইল্যান্ড। কিন্তু পরের তিন ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে সেমিতে খেলার রাস্তা তৈরি করে রাখে তারা। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাকা থাইল্যান্ড সেমিফাইনালে লড়বে ভারতের বিপক্ষে।

সব দিক থেকে এইবারের এশিয়া কাপে শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হলো বাংলাদেশের মেয়েদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877