রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক:

আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পরই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন। এ মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে নাজিম উদ্দীনের দায়েরকৃত মামলায় তাদের আসামি করে কোর্টে চালান দেওয়া হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হুসেইন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারি, মো. রাকিব সদস্য (পল্টন থানা), আরিফুর রহমান আরিফ (সদস্য, ডেমরা থানা), ঢাকা কলেজ শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাবেক সহ-সভাপতি মো. রাকিব, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার, যুগ্ম সদস্য সচিব গণঅধিকার (ঢাকা মহানগর দক্ষিণ) বিল্লাল হোসেন।

এর আগে, হামলার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞান নামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।
এজাহারে নাজিম উদ্দীন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাত নামা ১৪০-৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের ওপর হামলার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের আটক করা হয়েছিল। আজ শনিবার সকালে ২৪ জনকে এ মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877