স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে ডাকা কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন শেষ হলো। আজ রোববার সকাল ৮টায় শুরু হওয়া টাইগারদের ক্যাম্পের প্রথম দিন কেটেছে বিফ টেস্ট ও জিম করে।
বিফ টেস্টের মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারে, যা ক্রিকেটারদের প্রাণশক্তির নির্ণায়ক হতে পারে। এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয় ভিওটুম্যাক্স নামে একটি পদ্ধতি।
মাশরাফি-সাকিবসহ এই ক্যাম্পে ডাকা হয়েছে ৩৫ জনকে। সাইফ হাসান ও নাঈম শেখসহ ছিল এক ঝাঁক নতুন মুখও। আজ প্রথম দিন উপস্থিত ছিলেন ২৩ জন।
শ্রীলংকার বিপক্ষে ইমার্জিং কাপে খেলার কারণে উপস্থিত হতে পারেনি বাকিরা। আর বিয়ের কারণে ছুটিতে থাকায় ক্যাম্পে অনুপস্থিত ছিলেন সাব্বির।
আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। খেলাগুলো হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।