স্বদেশ ডেস্ক:
চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়া পাকিস্তানের জয় উদ্যাপনে গুলি চালানোর সময় এক ব্যক্তি দুর্ঘটনাক্রমে তার ছেলে এবং এক প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছেন। স্থানীয় সময় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন জানায়, গত বুধবার রাতে ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে পাকিস্তান। এ জয়ের পর আনন্দে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক রাজধানী ও অন্যান্য এলাকায় অনেক মানুষ ফাঁকা গুলি চালায়। এ সময় নিয়াজ মুহাম্মদ নামের এক ব্যক্তি তার ছেলে উমর খৈয়াম ও সুদাইস খান নামের তার এক প্রতিবেশীকে গুলি করে হত্যা করেন।
পেশোয়ার পুলিশের মুখপাত্র মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘অভিযানের সময় পুলিশ ৫০ জনেরও বেশি লোককে আটক করেছে এবং অস্ত্র জব্দ করেছে।’