স্বদেশ ডেস্ক:
ফের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে ফরম পূরণ শুরু হবে, চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
গত মঙ্গলবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে গত ২০ জুন ও ১৪ জুলাই দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।