রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল হতে পারে, ৬১ জেলায় কেন্দ্র

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল হতে পারে, ৬১ জেলায় কেন্দ্র

স্বদেশ ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী মাসে শুরু হতে পারে। পরীক্ষা শুধু ঢাকায় হবে না। ৬১ জেলায় হবে। তবে এবার পরীক্ষা হতে মাত্র দুই ধাপে। প্রথম ধাপের পরীক্ষা হতে পারে ২২ এপ্রিল। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ঈদুল ফিতরের পর।

মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম অনলাইনে একটি সভা করেন। সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ২২ এপ্রিল। জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877