স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জসিম উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স মহাসড়কের ডুলাহাজারা ছগিরশাহকাটা রিংভং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১টার দিকে জসিম উদ্দিন মারা যান।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, লাশ থাকায় অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়েছে। নিহত যুবক জসিম উদ্দিনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।