রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

স্বদেশ ডেস্ক:

দেশে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। সংকট মোকাবিলায় বিদেশ থেকে গ্যাস আমদানি করতে হচ্ছে। এ অবস্থায় সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিষয়টি কতটা আশা জাগানিয়া, তা সহজেই অনুমেয়।

জানা গেছে, দেশের ২৮তম এ গ্যাসক্ষেত্রে ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব; এ হারে ১২ থেকে ১৩ বছর জাতীয় গ্রিডে এ গ্যাস যুক্ত করা যাবে। উত্তোলনযোগ্য এ গ্যাসের দাম প্রায় ১ হাজার ২৭৬ কোটি টাকা। জানা গেছে, রূপকল্প-২ খনন প্রকল্পের অধীনে ২০১৮ সালে জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুরে একটি কূপ খননের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।

জমি অধিগ্রহণ শেষে তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স নিজস্ব বিজয়-১২ রিগ স্থাপনের মাধ্যমে গত ১ মার্চ মূল কূপ খননের কাজ শুরু করে। এরপর রাত-দিন ২৪ ঘণ্টা চলে কর্মযজ্ঞ। এ কারণে মাত্র ২ মাস ৭ দিনে ২৮৮৮ মিটার কূপ খনন কাজ শেষ হয়। যদিও ২৮৭০ থেকে ২৮৮৮ মিটারের মধ্যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ৮ মে ডিএসটি পরীক্ষা শেষে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে গ্যাস মজুতের বিষয়টি। বাপেক্সের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক জানিয়েছেন, দেশের ইতিহাসে অতীতে এত কম সময়ে আর কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়নি। এ প্রকল্পে ৮৯ কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রতিষ্ঠানটি খরচ করেছে ৭৫ কোটি টাকা। মাত্র ২ মাস ৭ দিনে কূপ খনন শেষ করার মধ্য দিয়ে বাপেক্স নতুন করে তাদের সক্ষমতার পরিচয় দিল। এ সাফল্য বিবেচনায় নিয়ে দেশে ত্রিমাত্রিক জরিপসহ প্রয়োজনীয় অন্যান্য কর্মকাণ্ড পরিচালনায় কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।

তুলনামূলক স্বল্প ব্যয়ে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সরকারি সংস্থা বাপেক্স ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। বাপেক্সের সক্ষমতা আরও বাড়ানো হলে প্রতিষ্ঠানটি মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে অধিক কার্যকর ভূমিকা রাখতে পারবে।

কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, দেশে আগামী কয়েক বছরের মধ্যে গ্যাসের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে; এছাড়া ২০৩৫ সালের মধ্যে গ্যাস নিঃশেষ হওয়ার আশঙ্কাও রয়েছে। এসব তথ্য বিবেচনায় রেখে গ্যাসের সংকট মোকাবিলায় কী করণীয় তা এখন থেকেই ভাবতে হবে।

এ ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে আমাদের সমুদ্রসীমায় মজুত খনিজ সম্পদ। দেশের সমুদ্রসীমায় অগভীর ও গভীর সমুদ্রে অনুসন্ধান চালানো হলে আশা করা যায় সেখানে নতুন নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877