স্বদেশ ডেস্ক;
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টানা চার ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সে দলের প্রয়োজন মিটিয়েছেন তিনি। বাঁ হাতি এই পেসারের স্লোয়ার-কাটার মোকাবিলায় দিশেহারা অজিরা। সবশেষ দুই ম্যাচে বল হাতে দারুণ এক রেকর্ড স্পর্শ করলেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একক ক্রিকেটার হিসেবে দারুণ এক কীর্তি গড়বেন তিনি।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটর সংক্ষিপ্ত সংস্করণে টানা দুই ম্যাচে চার ওভার বল করে দশ রানের কম রান দেওয়া ক্রিকেটার ছিলেন হংকংয়ের আইজাজ খান। চলতি সিরিজে অজিদের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ ম্যাচে সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ। সিরিজের পঞ্চম ম্যাচেও একই ধারাবাহিকতা থাকলেও নিজেকে নিয়ে যেতে পারবেন অনন্য উচ্চতায়।
আইজাজ খান টানা দুই ম্যাচে এমন কৃপণ বোলিং করেছিলেন নেপালের বিপক্ষে। একটিতে দিয়েছিলেন ৪ ওভারে ৪ রান, আরেকটিতে ৪ ওভারে ৭। তবে ম্যাচ দুইটির পার্থক্য ছিল প্রায় ৮ মাসের ব্যবধানে। প্রথমটি ২০১৪ সালের নভেম্বরে কলম্বোতে, পরেরটি ২০১৫ সালের জুলাইয়ে বেলফাস্টে। সেখানে মুস্তাফিজ গড়েছেন একই সিরিজে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে পুরো ৪ ওভার বোলিংয়ে দশের কম রান তিনবার দিয়েছেন কেবল সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার সুলতান আহমেদ। তবে সেটা টানা তিন ম্যাচে ছিল না। তবে মুস্তাফিজ ছুঁতে পারেন সেই অর্জন। টানা তিন ম্যাচে এই পারফম্যান্স করে নিজেকে তুলে নিতে পারেন অনন্য উচ্চতায়ও।