রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

খুলনা বিভাগে আরও ৭১ জনের মৃত্যু

খুলনা বিভাগে আরও ৭১ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক হাজার ৬৫৬ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়।

এছাড়া বাগেরহাটে দুইজন, যশোরে ৯ জন, নড়াইলে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৯ জন, কুষ্টিয়ায় ১৪ জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভাগটিতে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন করোনা পজিটিভ হন। মারা গেছেন এক হাজার ৪৮৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877