সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

আশা পূরণ হচ্ছে না সাকিবের!

আশা পূরণ হচ্ছে না সাকিবের!

স্পোর্টস ডেস্ক:

লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের নিলামে নাম উঠেছে বাংলাদেশের সাত তারকার।

তারা হলেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।

এলপিএলের খেলার আগ্রহও প্রকাশ করেছেন অলরাউন্ডার সাকিব। আইপিএলের মতো এই টি-টোয়েন্টি লিগে অংশ নিতে আশাবাদী তিনি।

কিন্ত সে আশা হয়তো আর পূরণ হচ্ছে না সাকিবের। কারণ দেশের খেলা রেখে বিদেশের কোনো ফ্রাঞ্চাইজি লিগে যোগদানের সুযোগ দিচ্ছে না বিসিবি। শুধু সাকিবই নন, রিয়াদ, তামিম, তাসকিন কারোরই সুযোগ হচ্ছে না শ্রীলংকার এই টি-টোয়েন্টি লিগে যোগদানের।

বিসিবি জানিয়েছে, এলপিএল চলাকালীন বাংলাদেশের খেলা থাকায় ছাড়পত্র পাবেন না দেশের কোনো ক্রিকেটার।

আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে এলপিএল। চলবে ২২ আগস্ট পর্যন্ত। কিন্তু আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের।

তাই নতুন চুক্তি অনুযায়ী নিবন্ধন করলেও ওই শ্রীলংকায় উড়ে  যেতে পারছেন না সাকিব-তামিমরা।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আগে দেশের খেলাই খেলবেন ক্রিকেটাররা। পরে সুযোগ থাকলে বিদেশি লিগগুলোতে যাবেন তারা। এলপিএলের শুরুতে বাংলাদেশি ক্রিকেটাররা থাকতে পারবে না। কারণ তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজ রয়েছে। ওই সময় আমাদের আরও সম্ভাব্য সিরিজ আছে। ’

তবে কিছুটা আশার আলো দেখিয়েছেন আকরাম খান। বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ শেষে মাঝে কিছু ফাঁকা সময় আছে। তারা ওই সময়ে গিয়ে এলপিএল খেলতে পারবে।’

তবে ওই সময়ের জন্য এলপিএলের ফ্রাঞ্চাইজিরা সাকিব-তামিমদের উড়িয়ে নিতে আগ্রহী হবে কিনা সেটিও বিবেচনার বিষয়।

উল্লেখ্য, এবার এলপিএলে খেলতে আগ্রহী শুধু সাকিবই নন, এ তালিকায় আছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার তারকারাও।

সম্প্রতি শেষ হওয়া পিএসএলে ভালো খেলা জেমস ফকনার, উসমান খাজাও ড্রাফটে নাম লিখিয়েছেন।
নিউজিল্যান্ডের আইপিএল জেতা পেসার মিচেল ম্যাকলেনাহানও খেলতে চান শ্রীলংকার এই লিগে। প্রোটিয়া পেসার মরনে মরকেলও খেলতে চান এবারের এলপিএল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877