স্বদেশ ডেস্ক:
শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম (২২) নামে এক প্রসূতি। জন্ম নেওয়া শিশুদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা সুস্থ রয়েছে বলে জানা গেছে।
রোববার দুপুরে শেরপুর সদর হাসপাতালে ওই তিন শিশু জন্ম দেন তিনি।
প্রসূতি লুৎফা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের গার্মেন্টসকর্মী রাসেল মিয়ার (২৫) স্ত্রী।
পরিবার সূত্র জানায়, চার বছর আগে পারিবারিকভাবে রাসেলের সঙ্গে জামালপুর সদর উপজেলার ডৌহাতলা ইউনিয়নের গেরামারা গ্রামের লুৎফার বিয়ে হয়। এই প্রথম তাদের ঘর আলো করে একসঙ্গে এলো তিন সন্তান।
এ ব্যাপারে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, গত শনিবার ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন।
রোববার দুপুরে নরমালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেন তিনি। তিন শিশু সুস্থ আছে। তবে তাদের মা কিছুটা অসুস্থ রয়েছে। তার চিকিৎসা চলছে।