মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

সিলেটে মসজিদ থেকে হেফাজত নেতা গ্রেফতার

সিলেটে মসজিদ থেকে হেফাজত নেতা গ্রেফতার

স্বদেশ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করে।

শাহীনুর পাশাকে আটকের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিহা প্রকাশ করে তিনি বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা।

বনকলাপাড়া মসজিদের পাশেই পাশার বাসা।

চারদলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877