বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

টাকা আত্মসাত করে গ্রেপ্তার পিআইও এবার বরখাস্ত

টাকা আত্মসাত করে গ্রেপ্তার পিআইও এবার বরখাস্ত

স্বদেশ ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পত্রে বলা হয়েছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৭৩ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। ৩০ এপ্রিল পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্ত হলেও তিনি বিধি মোতাবেক খরপোষের ভাতা পাবেন। বরখাস্তের আদেশের অনুলিপি হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

স্বাক্ষর জাল করে ৭৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় রোববার বিকেলে ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য হবিগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক তওহিদ আহমেদ সজিবকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

গ্রেপ্তারের পর থেকে কারাবাসে আছেন মোহাম্মদ মাসুদুল ইসলাম। তার বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক), হবিগঞ্জ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877