শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আ. লীগের সভা অনুষ্ঠিত

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আ. লীগের সভা অনুষ্ঠিত

স্বদেশ রিপোর্ট: ‘বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী’ নিয়ে আল জাজিরার প্রতিবেদনকে ‘বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র’ আখায়িত করে ঐ প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় বক্তারা আল জাজিরার প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে আকার নতুন করে দেশ ও বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
প্রতিবাদ সভার শুরুতে ড. সিদ্দিকুর আল জাজিরার প্রতিবেদনকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ আখ্যায়িত করেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আল জাজিরার মিথ্যা প্রতিবেদন প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে বলে জানান।
দলীয় সূত্রে জানা গেছে, উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দীন আজাদ ও ডা. মোহাম্মদ আলী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক, নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দেওয়ান বজলু, প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, কার্যকরী সদস্য যথাক্রমে শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউজার্সী স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিহাদ ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, পেনসেলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সহ সভাপতি লোকমান হোসেন রাজু, সাধারণ সম্পাদক, আবু সাইদ খান, নিউ ইংল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক, ইকবাল ইউসুফ, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডা. রবি আলম, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ জামাল,সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ সভাপতি সামছুল ইসলাম শাহাজান, কানেকটিকাট স্টেট আওয়ামী যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক এম.এ.আজিজ, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল প্রমুখ অংশ নেন।
এছাড়াও সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা এবাদুল হক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম আহমদ, মহিউদ্দিন চৌধুরী খোকন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সহ- আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, সাবেক সদস্য ওহাব যোয়ারদার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেব নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী ওহিদুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র যুব কমান্ডের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877