স্বদেশ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কবর খুঁড়তে গিয়ে এক যুবক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪০)। তিনি নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।
নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম জানান, মঙ্গলবার নান্দাইল সদরে বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান।
বুধবার সকালে পারিবারিক গোরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। এসময় মাটিতে কোদালের কোপ দিয়েই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।
পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ জানান, ওই ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
তবে ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।