স্বদেশ ডেস্ক: কয়েক ডজন ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভে শনিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি ভ্যাকসিন দেয়ার সাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ সতর্কতা হিসাবে দুপুর ২টার দিকে ডজার স্টেডিয়ামের টিকা কেন্দ্রের প্রবেশপথটি বন্ধ করে দেয়।
টাইমস জানায়, বিক্ষোভকারীরা ভ্যাকসিন বিরোধী এবং ফার-রাইট গ্রুপের সদস্য ছিল। তাদের মধ্যে কয়েকজন কোভিড-১৯ ভ্যাকসিন লক্ষণ ছিল এবং লোকজন যাতে ভ্যাকসিনের ডোজ না নেয়, সেজন্য চিৎকার করছিল। তবে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলে টাইমস জানায়।
ভ্যাকসিন নিতে লা ভার্নে থেকে আসা জার্মান জাকেজ, যিনি স্টেডিয়ামের গেটগুলো বন্ধ হয়ে যাওয়ার পর ভ্যাকসিন নেয়ার জন্য এক ঘণ্টা অপেক্ষা করেন।
তিনি বলেন, এটি সম্পূর্ণরূপে ভুল, কয়েকজন বিক্ষোভকারী সাধারণ লোকজনকে লাইনে বলছিলেন করোনাভাইরাস বাস্তব নয় এবং ভ্যাকসিনটি বিপজ্জনক।
এক কর্মকর্তা জানান, দমকল বিভাগ স্থানীয় সময় ৩টার দিকে ভ্যাকসিন দেয়ার কেন্দ্রটি আবার চালু করার পরিকল্পনা করে। সাইটটি সাধারণত সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই বিক্ষোভকে ‘স্ক্যামডেমিক প্রোটেস্ট / মার্চ’ হিসাবে বর্ণনা করে।