মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

দুর্নীতির সূচকে আরও ২ ধাপ নিচে নামল বাংলাদেশ

দুর্নীতির সূচকে আরও ২ ধাপ নিচে নামল বাংলাদেশ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ আরও দুই ধাপ নিচে নেমে এসেছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বার্লিনভিত্তিক সংস্থাটির ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ প্রকাশে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, দুর্নীতির সূচকে ১৮০ দেশের তালিকার নিচের দিক থেকে বাংলাদেশ ১২তম। যেটি সিপিআই ২০১৯-এর তুলনায় দুই ধাপ নিচে নেমেছে। ১০০-এর মধ্যে ৪৩ স্কোরকে গড় স্কোর হিসেবে নিয়ে সিপিআই ২০২০ অনুযায়ী, বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৮ ও ২০১৯-এর তুলনায় অপরিবর্তিত।

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এ স্কোর অনুযায়ী বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক।

আর বাংলাদেশের ঠিক আগেই রয়েছে পাকিস্তান। ৩১ স্কোর নিয়ে দেশটির অবস্থান ২০১৯ সালের চাইতে এক ধাপ পিছিয়েছে। তালিকার ওপর থেকে দেশটির অবস্থান ১২৪তম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877