স্বদেশ ডেস্ক:
নোয়াখালীর চাটখিল উপজেলায় হাসপাতালে যাওয়ার পথে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী আত্মঃসত্ত্বা গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল ১০টার দিকে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে চাটখিল ১১নং পুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার (২০) উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোসালিয়া গ্রামের সোহাগের স্ত্রী এবং অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪৫) একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, অন্তঃসত্ত্বা সুলতানা আক্তার তার মা সালেহা আক্তারকে নিয়ে অটোরিকশায় চাটখিল সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন।
অটোরিকশাটি ১১নং পুলসংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা সুলতানা ও অটোরিকশাচালকের মৃত্যু হয় এবং আহত হন একজন।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।