স্বদেশ ডেস্ক ;
সিলেটের বিয়ানীবাজারের জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে। তবে আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ওই ওয়াজ মাহফিল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার মজলিসে শুরা।
গতকাল সোমবার রাতে মুফতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শুরার বৈঠকে মামুনুল হককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, শায়খুল হাদিস আউলিয়া হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার মজলিসে শুরা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সারাদেশে আলোচিত বক্তা মামুনুল হককে বাদ দিয়ে মাওলানা আমিনুল ইসলাম কাসিমীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহফিলে মামুনুল হক ছাড়া অন্য অতিথিরা অপরিবর্তিত থাকছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি মাদ্রাসার শুরার সদস্য। আমাদের মাদ্রাসায় মুমিনুল হক আসছেন না।’
মাদরাসার মুহতামিম ইউসুফ আহমদ খাদিমানী বলেন, ‘এই মাহফিলের জন্য দুই বছর আগে ওনার সম্মতি নেওয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে।’
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, ‘মাহফিলে মামুনুল হকের না আসার ব্যাপারে সবাই একমত হয়েছি।’
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার ওয়াজ মাহফিলে মামুনুল হক আসবেন না বলে তাকে অবহিত করা হয়েছে।