স্বদেশ ডেস্ক: মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রী (৪৫)-কে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে গতকাল দুপুরে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। ধর্ষিতার স্বামী সিদ্দিক জোয়ারদার বলেন, আমি ও আমার স্ত্রী ধান মৌসুমে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ঘোড়ার গাড়ির মাধ্যমে ধান সংগ্রহের কাজ করি। গত প্রায় বিশ দিন আগে ধান সংগ্রহ করার জন্য ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বইনদেখালি থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে ধান সংগ্রহের জন্য আসি। নিজের কোন জায়গা না থাকায় আমরা জাগলা এলাকার মাঠে পলিথিনের তাঁবু খাটিয়ে বসবাস করি। শনিবার সন্ধ্যায় অপরিচিত ৫ জনের একটি সংঘবদ্ধ চক্র ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এ সময় তারা আমাকে জোরপূর্বক একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং আমার স্ত্রীকে জোর করে ধরে পার্শ্ববতী একটি পুকুরের নিকট নিয়ে ধর্ষণ করে।