স্বদেশ ডেস্ক:
সাভারে স্বামীর হাত-পা বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে গাজীপুরের চন্দ্রা থেকে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-হোসেন আলী (২৬) ও মুন্না মিয়া (২৭)।
এর আগে গতকাল রোববার রাতে সাভারের কাউন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, রোববার রাতে সাভারের কাউন্দিয়া এলাকার একটি বাড়িতে স্বামীর হাত-পা বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে রাতভর ধর্ষণ করেন হোসেন আলী ও মুন্না। পরে ওই গৃহবধূ সাভার মডেল থানায় হোসেন আলী ও মুন্নাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই গাজীপুরের চন্দ্রা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরে গাজীপুরের চন্দ্রা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।