রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
মিয়ানমারের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

মিয়ানমারের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

স্বদেশ ডেস্ক: মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে দেশটির জনগণ। নির্বাচনে বর্তমানে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি’র জয় অনেকটা নিশ্চিত বলেই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। দলটি নিজ দেশে জনপ্রিয় বেশ। তবে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে এনএলডির ভাবমূর্তি ধসে পড়েছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

২০১৫ সালে দলটি নিরঙ্কুশ বিজয় পেয়েছিল। এরমধ্য দিয়ে শেষ হয়েছিল দেশটির অর্ধ-শতাব্দি ধরে চলা সেনাসাসন। তাকে মিয়ানমারের মানুষ এখনো গণতন্ত্রের আদর্শ মনে করেন। জীবনভর তিনি একনায়কতন্ত্রের বিরুদ্ধে যেভাবে লড়ে গেছেন সেই ভাবমূর্তিই মিয়ানমারে এখনো সতেজ রয়েছে।

এ বছর দেশটিতে ভোটের জন্য নিবন্ধিত হয়েছে ৩ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ। তবে কোভিড-১৯ এর কারণে এ সংখ্যা কমে আসবে ধারণা করা হচ্ছে। দেশটিতে এখন প্রতিদিন ১১০০ এরও বেশি মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন। রাজধানী ইয়াক্সগুনে প্রচুর মানুষ ভোট দিচ্ছে এমন ছবি প্রকাশ করেছে রয়টার্স। তাদের সবাইকেই মাস্ক ও অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877