স্বদেশ ডেস্ক: মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে দেশটির জনগণ। নির্বাচনে বর্তমানে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি’র জয় অনেকটা নিশ্চিত বলেই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। দলটি নিজ দেশে জনপ্রিয় বেশ। তবে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে এনএলডির ভাবমূর্তি ধসে পড়েছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
২০১৫ সালে দলটি নিরঙ্কুশ বিজয় পেয়েছিল। এরমধ্য দিয়ে শেষ হয়েছিল দেশটির অর্ধ-শতাব্দি ধরে চলা সেনাসাসন। তাকে মিয়ানমারের মানুষ এখনো গণতন্ত্রের আদর্শ মনে করেন। জীবনভর তিনি একনায়কতন্ত্রের বিরুদ্ধে যেভাবে লড়ে গেছেন সেই ভাবমূর্তিই মিয়ানমারে এখনো সতেজ রয়েছে।