রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

স্বদেশ ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। আজ বুধবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন জানান, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তার অবস্থা এখন উন্নতির দিকে।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন রিজভী। সেখানে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877