রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত

স্বদেশ ডেস্ক: গত ৬ মাসে যুক্তরাষ্ট্রে ৭৫ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২ লাখ ৭৭ হাজার ২৮৫ জনই স্কুলশিক্ষার্থী। শতকরা হিসাবে এই হার মোট আক্রান্তের ৪ শতাংশ। সম্প্রতি দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

এতে বলা হয়, ৫-১১ বছরের তুলনায় ১২-১৭ বছর বয়সী শিশুরা দ্বিগুণ হারে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ৩ হাজার ২৪০ শিশুকে। যাদের ৪০৪ জনকে রাখা হয়েছিল আইসিইউতে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫১ স্কুলশিক্ষার্থী মারা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বসন্তকালে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং গ্রীষ্মকালে তা কমে যায়। শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা এবং হাঁপানি ছিল, তাদের বেশিভাগের অবস্থা গুরুতর হয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, যেসব এলাকায়  করোনার সংক্রমণ কম সেসব এলাকায় স্কুলে গিয়ে লেখাপড়া নিরাপদ হতে পারে। কিন্তু যেখানে করোনার সংক্রমণ বেশি, সেখানে স্কুল খুলে দিলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৫ লাখের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৪৭ লাখেরও বেশি আক্রান্ত রোগী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877