রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

সংসদের সামনে বিএনপি এমপিদের বিক্ষোভ

সংসদের সামনে বিএনপি এমপিদের বিক্ষোভ

স্বদেশ ডেস্ক:

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বিএনপির সংসদ সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

তারা আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাশ হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখান করছি।’

এ সময় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877