রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

অপূর্ব-তিশার আলাদা হওয়ার গল্প

অপূর্ব-তিশার আলাদা হওয়ার গল্প

বনিবনা না হওয়ার কারণে ভেঙে যাচ্ছে তাদের সংসার। আলাদা হয়ে যাচ্ছেন তারা। আলাদা হয়ে যাওয়ার মুহূর্তে তারা হারিয়ে ফেলেন তাদের একমাত্র মেয়েকে। এমনই এক গল্পে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও তানজিন তিশা। নাম ‘মিসিং’। এটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। এবারই প্রথম ঈদ যেখানে নতুন কোনো কাজ নেই। “মিসিং” নাটকের কাজটা করা হয়েছিল গত বছর শেষ দিকে। এখন সেটা প্রচার হচ্ছে। বিয়ের পর দুইটা মানুষের আলাদা হয়ে যাওয়ার গল্পই উঠে এসেছে নাটকে। ’

তিনি আরও জানান, নাটকে অপূর্ব ও তিশার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নাট্য পরিচালক তপু খানের একমাত্র কন্যা ওয়াজিহা ফারজিন খান। আরও অভিনয় করেছেন তুর্ষ, রত্না খান, মুকিত জাকারিয়া প্রমুখ। ‘মিসিং’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনে ৬টা ৩৫ মিনিটে।

চ্যানেলে প্রচারের পর নাটকটি ইউটিউব চ্যানেল সারয়ারটিউব (Sarwartube) এ ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা কাজল আরেফিন অমি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877