শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

করোনার আক্রমণে করুণ অবস্থা যুক্তরাষ্ট্রের

করোনার আক্রমণে করুণ অবস্থা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই এক একটি জীবন পরিণত হচ্ছে সংখ্যায়।

যুক্তরাষ্ট্রে শনিবার সকাল পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে এক লাখ ৪ হাজার। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে এমনই জানা যাচ্ছে। আক্রান্তের সংখ্যায় শীর্ষে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা এক হাজার ৭০০ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যাও খুব একটা সন্তোষজনক নয়। লক্ষাধিক আক্রান্তের মাঝে যুক্তরাষ্ট্রে সুস্থ রোগীর সংখ্যা মাত্র ২ হাজার ৫২৫ জন।

এদিকে ইতালিতে এখনো লাগাম ছাড়া পরিস্থিতি বিরাজ করছে । এখন পর্যন্ত সারাবিশ্বে সর্বোচ্চ মৃতের সংখ্যা ইতালিতে। সংখ্যাটি ৯ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় ইতালিতে মারা গেছেন ৯১৯ জন রোগী। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন লাখ ছুই ছুই। ইতালিতে ৮৬ হাজার মানুষ এখন যুদ্ধ করছে এই প্রাণঘাতী ভাইরাসে।

ইউরোপের অবস্থাও খুব একটা ভালো নেই। স্পেনে ৬৫ হাজার ৭১৯ জন আক্রান্ত ও মারা গেছেন ৫ হাজার ১৩৮।

তবে করোনাভাইরাসের আতুড়ঘর চীন এখন নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন কোনো আক্রান্তের সংখ্যা জানা যায়নি। যদিও দেশটিতে আবারো বিদেশিদের সমাগম বাড়ছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী বর্তমানে কোভিড-১৯ ‘এ সর্বমোট ৫ লাখ ৯৭ হাজার ২৬৭ জন আক্রান্ত ও সুস্থ হয়েছে ১ লাখ ৩৩ হাজার। তবে সারাবিশ্বে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৩৬০ জন।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877