স্বদেশ ডেস্ক: ২০০৯ সালে যে দলটির উপর সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়েছিল সেই শ্রীলঙ্কাই আবার টেস্ট ক্রিকেট ফেরাচ্ছে পাকিস্তানে। দীর্ঘ দশ বছর পর প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে আজ সোমবার পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইসলামাবাদে অবতরণ করে শ্রীলঙ্কা দল।
‘টাচডাউন ইসলামাবাদ’ টুইটারে শ্রীলংকা দল বহনকারী বিমানের একটি ছবি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান এটাকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।
চলতি সফরে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা দল। প্রথমটি শুরু হবে আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয়টি ১৯ ডিসেম্বর শুরু হবে করাচিতে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলায় আট ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা আহত হন। এর পর থেকে পাকিস্তানের মাটিতে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিলো।