সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে বিরাট

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে বিরাট

স্পোর্টস ডেস্ক: স্টিভ স্মিথকে টপকে বিরাট কোহালি আবার টেস্টের বিশ্বসেরা ব্যাটসম্যান। সদ্য প্রকাশিত আইসিসি-র প্রকাশিত ক্রমতালিকায় ৯২৮ পয়েন্ট পেয়ে ভারত অধিনায়ক এখন শীর্ষস্থানে। অজি তারকা স্মিথ পাঁচ পয়েন্ট কম পেয়ে ক্রমতালিকায় দু’ নম্বরে। প্রথম দশে রয়েছেন ভারতের তিন-তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি এবং ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করায় কোহালি অজি তারকা স্মিথকে টপকে পৌঁছে যান এক নম্বরে।

বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে ফেরার পর থেকেই স্মিথের ব্যাট কথা বলছে। অ্যাশেজের চারটি টেস্টে ৭৭৪ রান করে স্মিথ এর আগে এক নম্বরে চলে গিয়েছিলেন। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে স্মিথ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নখদন্তহীন পাক আক্রমণের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ৩৬ রান করেন স্মিথ। ব্যাটে রান না পাওয়ায় এক নম্বরের জায়গা টলে যায় স্মিথের।

অ্যাডিলেড অবশ্য মনে রাখবে ডেভিড ওয়ার্নারকে। সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের জন্য বাঁ হাতি ওপেনার ১২ ধাপ উপরে উঠে এসেছেন। ওয়ার্নার এখন রয়েছেন পাঁচে। মার্নাস লাবুশানের ব্যাটও কথা বলেছে টেস্ট সিরিজে।

লাবুশানে উঠে এসেছেন আট নম্বরে। আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। এক ধাপ নেমে অজিঙ্কে রাহানে এখন ছ’নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করায় জো রুট ঢুকে পড়েছেন প্রথম দশে। রুট এখন সাতে। ৮৭৭ পয়েন্ট পেয়ে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন রয়েছেন তিন নম্বরে। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে রয়েছেন দশে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877