স্বদেশ ডেস্ক:
বর্তমানে মেটার মেসেজিং ও কলিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকেও ব্যবহার করা যাবে ওপেনএআইই-এর (কৃত্রিম বুদ্ধিমত্তা) জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি।
বৃহস্পতিবার থেকে ফিচারটি চালুর খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রতিবেদনে জানানো হয়েছে, কেউ ফোনের কনটাক্টস-এ ১ (৮০০) চ্যাটজিপিটি, অর্থাৎ ১ (৮০০) ২৪২-৮৪৮৭ নম্বরটি যোগ করলে মেটার মেসেজিং পরিষেবা থেকেই সরাসরি আলাপ করতে পারবেন চ্যাটজিপিটির সঙ্গে।
এই ফিচারে কেবল চ্যাটজিপিটির টেক্সট ইনপুট ব্যবহার করা যাবে। তবে এখান থেকে উন্নত ভয়েস মোড বা ভিজুয়াল ইনপুট ব্যবহার করা যাবে না। যদিও চ্যাটজিপিটি ও ১ মিনি মডেলের সব ফিচারই এতে থাকবে।
পাশাপাশি কোনো অ্যাকাউন্ট ছাড়াই যেখানে চ্যাটিজিপিটি’র চ্যাটবট রয়েছে, সেখানেই হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে।
সেই সঙ্গে হোয়াটঅ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীদের প্রমাণীকরণের উপায় নিয়ে কাজ করছে ওপেনএআই। তবে ফিচারটি কখন চালু হতে পারে, তার কোনো নির্দিষ্ট সময় জানায়নি কোম্পানিটি।
হোয়াটসঅ্যাপে মেটার নিজস্ব চ্যাটবটও রয়েছে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।
এছাড়া শুধু যুক্তরাষ্ট্রের জন্য আলাদাভাবে একটি চ্যাটজিপিটি হটলাইট চালু করছে ওপেনএআই। এর নম্বরও একই। সম্ভবত টোল ফ্রি নম্বরটি স্মার্টফোন বা পুরোনো ফ্লিপ ফোনেও কাজ করবে।
সম্প্রতি ‘১২ ডেইজ অফ ওপেনএআই’ নামের লাইভস্ট্রিম চলাকালীন কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল বলেছেন, আমরা ওপেনএআইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছি মাত্র।
ওয়েইলের মতে, সম্প্রতি কোম্পানির আয়োজন করা হ্যাক উইক থেকেই ফিচার দুটি তৈরি হয়েছে।