স্বদেশ ডেস্ক:
ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম কবে আবার চালু হবে, তা আজ বুধবার সকাল ১১টার পর জানা যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি আগামীকাল সকাল ১১টার পরে জানাতে পারব। আমরা টিকটক, ইউটিউব ও ফেসবুককে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছিলাম। টিকটক আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জবাব দিয়েছে যে তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা করবে। যেহেতু আগামীকাল এ তিনটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ফেসবুক ও ইউটিউব, আমার জানামতে এখনো তারা বিটিআরসিকে কোনো উত্তর দেয়নি।’
তিনি বলেন, ‘আগামীকাল যেহেতু সকালে এ তিনটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেয়ার জন্য চিঠি দিয়েছি, ফলে আগামীকাল সকাল ১১টার পরে যদি আমরা তাদের ব্যাখ্যা পাই, সেটা বিশ্লেষণ করে আর যদি ব্যাখ্যা নাও পাই, তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব।’
বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা শুরু হলে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে ইন্টারনেট চালু হলেও সামাজিক মাধ্যমগুলো বন্ধ রয়েছে।