স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের কোন কমিটি নেই। রোববার ১ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এবিএম ফারুক নিউইয়র্ক কাগজকে এক প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য প্রদান করেছেন। এতে সভাপতি আআসম আরেফিন সিদ্দিকীও স্বাক্ষর করেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে টেলিফোন আলাপকালে ড. নুরুন্নবীর নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদকে মেীখিক অনুমোদন দিয়েছিলেন।
১ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি ড. রাব্বী আলম ও ড. নবীর নেতৃত্বাধীন উভয় কমিটির অস্তিত্বকে অস্বীকার করে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের কোন কমিটি নেই। গত ৬ আগষ্ট ২০২৩ রাব্বী আলমকে বঙ্গবন্ধু পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।