স্বদেশ ডেস্ক:
রাজধানীর বংশাল এলাকার নবাবপুরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিদ্দিক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাবপুর রোড আরাফাত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
পরে সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহাগ শেরপুর নকলা উপজেলার রফা গ্রামের কৃষক মো. বজলুর রহমানের ছেলে। বর্তমানে জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। পেশায় ইন্টারনেটের লাইন সংযোগের কাজ করতেন।
মৃতের ফুফাতো ভাই মো. সাইফ বলেন, সোহাগ পল্টন এলাকায় একটি ইন্টারনেট অফিসে চাকরি করতো। সন্ধ্যায় নবাবপুর রোডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় অসাবধানতা বিদ্যুৎস্পৃষ্টে অচেতন পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।