বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

ফেসবুকে ডাক দিলেন সারজিস, রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ফেসবুকে ডাক দিলেন সারজিস, রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

স্বদেশ ডেস্ক:

আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করতে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সারজিস ফেসবুক পোস্টে লিখেছেন, যখই শকুনরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে তখনই রাজপথ হবে আমদের ঠিকানা। চলে আসুন রাজু ভাস্কর্যের পাদদেশে। গন্তব্য হাইকোর্ট।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নিচ্ছেন।

অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ – ইত্যাদি স্লোগান দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877