স্বদেশ ডেস্ক:
বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ মঙ্গলবার সকালে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা সাবেক ফ্যাসিবাদি আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন।
ধারণা করা হচ্ছে এই ১২ বিচারপতি আর বিচারকার্যে ফিরতে পারবেন না। তারা বিচারিক ক্ষমতা হারাতে পারেন।