স্বদেশ ডেস্ক:
ছোট শিশুকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় অনেক কিছুই মাথায় রাখতে হয়। দীর্ঘ ভ্রমণের ধকল কি তারা সহ্য করতে পারবে। ধৈর্য হারা হয়ে যাবে না তো। একটানা জার্নিতে ক্লান্তও হয়ে পড়তে পারে। তাই শিশুকে নিয়ে বেড়াতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে।
শিশুকে নিয়ে যানজটে আটকে পড়লে কষ্টের শেষ থাকবে না। ভালো হয় যে সময়টাতে যানজট অপেক্ষাকৃত কম থাকে, সেই সময়টাতে বাইরে বের হলে। ফলে দ্রুত গন্তব্যে এগিয়ে যাওয়া সম্ভব।
শিশুকে রাস্তাঘাটের যেকোনো খাবার খাওয়ানো যায় না। তাই সঙ্গে নানা রকম শুকনো খাবার রাখতে পারেন। কখনো শিশু বায়না করলে বা বেশি দুষ্টুমি করলে তাকে পছন্দের খাবার দিয়ে কিছু সময় শান্ত রাখতে পারবেন।
মাঝেমধ্যে বিরতি নিলে, নিজেদেরও যেমন ভালো লাগবে, তেমনই সঙ্গের শিশুও অধৈর্য হবে না। কারও কারও গতিজনিত অসুস্থতা বা মোশন সিকনেস থাকে। গাড়ি থামিয়ে কিছুক্ষণ খোলা হাওয়ায় দাঁড়ালে এ ধরনের সমস্যা কম হবে।
গাড়িতে যেতে শিশুদের বায়না বা ঘ্যানঘ্যান সামলাতে তার পছন্দের কয়েকটি খেলনা, বই, জিনিসপত্র সঙ্গে রাখতে পারেন। এসব তার হাতের কাছে দিয়ে তাকে কিছুক্ষণ ভুলিয়ে রাখা যেতে পারে।
শুধু খেলনা পেলেই যে শিশুরা দুষ্টুমি করবে না, তা নয়। তাকে ভোলানোর জন্য নিজেদেরও চেষ্টা করতে হবে। গান চালিয়ে, গল্প বলে বা বাইরের দৃশ্য দেখিয়ে শিশুদের শান্ত রাখতে পারেন। যে জায়গায় যাচ্ছেন, গল্পের ছলে সেই জায়গাটি সম্পর্কে শিশুকে জানাতে পারেন। অনেক শিশু আছে যাত্রাপথে ঘুমাতে পছন্দ করে। চেষ্টা করতে পারেন ঘুম পাড়িয়ে রাখতে।