রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে : চিফ প্রসিকিউটর সাদপন্থী জিয়া বিন কাসিম গ্রেফতার গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ আইএসপিআরের ইতিহাস গড়লো নাসা, সূর্যের কাছাকাছি মহাকাশযান এক দিনের ব্যবধানে সিলেটে ‘ভারতীয় খা‌সিয়াদের গু‌লিতে’ আরেকজন নিহত
প্রেমিকের মুখে এসিড ছুড়লেন প্রেমিকা…

প্রেমিকের মুখে এসিড ছুড়লেন প্রেমিকা…

স্বদেশ ডেস্ক: প্রেম করতে রাজি না হওয়ায় অনেক মেয়ের মুখেই এ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে৷ এর জেরে জেলও খেটেছে অনেকে৷ কিন্তু, বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের মুখে এ্যাসিড ছোঁড়ার ঘটেছে খুবই কম৷ এবার সেই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের কাওয়ারসি থানার জীবনগড় এলাকায়৷ মাস কয়েক প্রেম করার পর বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবকের মুখে এ্যাসিড ছুঁড়েছে ১৯ বছরের যুবতী৷ আক্রান্ত যুবকের পরিবারের তরফে ওই যুবতীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার ভিত্তিতে অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আক্রান্ত যুবকের মায়ের অভিযোগ, কয়েকমাস আগে ওই যুবতীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর ছেলের৷ কিন্তু, একমাস আগে মেয়েটির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সে৷ সম্পর্ক থেকে বেরিয়ে আসতেও চায়৷ কিন্তু, তাতে রাজি হয়নি মেয়েটি৷ উলটো প্রতিদিন ফোন করে বিয়ের জন্য চাপ দিতে থাকে৷ প্রচন্ড বিরক্ত করার পরেও তার ছেলে বিয়ের জন্য রাজি হয়নি৷ ঘটনার নি সকালে তাকে ফোন করে ওই যুবতী৷ কিন্তু, তার ফোন তোলেনি ছেলেটি৷ কিছুক্ষণ বাদে সে যখন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তখন আচমকা সেখানে চলে আসে ওই যুবতী৷ তারপর যুবকটির মুখে এ্যাসিড ছুঁড়ে মারে৷ বর্তমানে সে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ভরতি রয়েছে৷
যদিও পুলিশের জেরায় ওই যুবতী জানিয়েছে, সে নয় ওই যুবকটিই তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল৷ না হলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল৷ বাধ্য হয়ে সে এই কান্ড ঘটিয়েছে৷ এ প্রসঙ্গে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের ডাক্তার এসএস জায়েদি জানান, অ্যাসিড লাগার ফলে ওই যুবকের দুটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তাররা৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877