শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

প্রেমিকের মুখে এসিড ছুড়লেন প্রেমিকা…

প্রেমিকের মুখে এসিড ছুড়লেন প্রেমিকা…

স্বদেশ ডেস্ক: প্রেম করতে রাজি না হওয়ায় অনেক মেয়ের মুখেই এ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে৷ এর জেরে জেলও খেটেছে অনেকে৷ কিন্তু, বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের মুখে এ্যাসিড ছোঁড়ার ঘটেছে খুবই কম৷ এবার সেই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের কাওয়ারসি থানার জীবনগড় এলাকায়৷ মাস কয়েক প্রেম করার পর বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবকের মুখে এ্যাসিড ছুঁড়েছে ১৯ বছরের যুবতী৷ আক্রান্ত যুবকের পরিবারের তরফে ওই যুবতীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার ভিত্তিতে অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আক্রান্ত যুবকের মায়ের অভিযোগ, কয়েকমাস আগে ওই যুবতীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর ছেলের৷ কিন্তু, একমাস আগে মেয়েটির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সে৷ সম্পর্ক থেকে বেরিয়ে আসতেও চায়৷ কিন্তু, তাতে রাজি হয়নি মেয়েটি৷ উলটো প্রতিদিন ফোন করে বিয়ের জন্য চাপ দিতে থাকে৷ প্রচন্ড বিরক্ত করার পরেও তার ছেলে বিয়ের জন্য রাজি হয়নি৷ ঘটনার নি সকালে তাকে ফোন করে ওই যুবতী৷ কিন্তু, তার ফোন তোলেনি ছেলেটি৷ কিছুক্ষণ বাদে সে যখন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তখন আচমকা সেখানে চলে আসে ওই যুবতী৷ তারপর যুবকটির মুখে এ্যাসিড ছুঁড়ে মারে৷ বর্তমানে সে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ভরতি রয়েছে৷
যদিও পুলিশের জেরায় ওই যুবতী জানিয়েছে, সে নয় ওই যুবকটিই তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল৷ না হলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল৷ বাধ্য হয়ে সে এই কান্ড ঘটিয়েছে৷ এ প্রসঙ্গে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের ডাক্তার এসএস জায়েদি জানান, অ্যাসিড লাগার ফলে ওই যুবকের দুটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তাররা৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877