রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশ আ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টুর সাথে মতবিনিময় অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ আ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টুর সাথে মতবিনিময় অনুষ্ঠিত

স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কে বাংলাদেশ আ্যাথলেটিক্স ফেডারেশনের নব নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টুর সাথে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্কে সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সকল সাবেক ক্রীড়া সংগঠন,ক্রীড়াবিদের সাথে গত ১২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশের সাবেক ক্রীড়া সংগঠক সাইদুর রহমান ডন এর সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠন,মহিউদ্দীন দেওয়ান এর সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্রীডা সংগঠন সাঈদ-উর-রব,ক্রীড়া বিদ আব্দুর রহিম বাদশা,বিমল তরফদার,এসএম ফেরদৌস,শাহীন আজমল,ওসমান গনি,রুহুল আমিন সিদ্দিকী,জেসমিন খানম,সিরাজ উদ্দীন সোহাগ,নুরে আলম জিকু,তোফায়েল চৌধুরী,মোস্তফা হোসেন মুকুল,বক্সার সেলিম,বক্সার এনায়েত উদ্দিন ,ওহাহিদ কাজী এলিন,ফকরুল হোসেন দেলোয়ার,সহ অনেকেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবির আলী ,আব্দুল হামিদ, মো:কবির হোসেন,খান শওকত, আলতাফ হোসেন, নুরুল উদ্দীন,নুরুল ইসলাম, আনিচুর রহমান, সালাউদ্দিন চৌধুরী, তারিকুল ইসলাম, আব্দুল হাকিম মিয়া, নওশাদ হোসেন, সাহাদত হোসোন প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।এবং ক্রীড়াঙ্গন থেকে যত প্রকার দুর্নীতি, অনিয়ম দূর করার পাশাপাশি প্রতিটি জেলা-উপজেলায় তরুণ প্রজন্মকে খেলাধুলায় অন্তর্ভুক্তি করার মাধ্যমে সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার আহ্বা।
মতবিনিময সভার প্রধান অতিথি আব্দুর রকিব মন্টু বলেন আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমে আমি যে কাজটি করছি সেটা হলো খেলাধুলা অঙ্গন থেকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি দুর করে সুন্দর একটি পরিবেশ ফিরিয়ে আনার,কারন আপনারা জানেন ক্রীড়া অঙ্গনের বাহিরের কিছু লোক রাজনীতিক পৃষ্ঠপোষকতায় ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেওয়ার পরে ক্রীডা অঙ্গনের যে ক্ষতি হয়েছে ইতিমধ্যে আপনারা তা দেখতে পেরেছেন,খেলাধুলার অন্তরালে সেখানে চলছিল ভয়াবহ জুয়া খেলা।
তিনি বলেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমার যে ফেডারেশনের দায়িত্বে আছি,সেখানে কোন প্রকার অনিয়ম হবে না । যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিবো।তিনি প্রবাসীদের সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন। অতীতে যেমন ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877